মহিলাদের ক্ষেত্রে ফাইনান্শিয়াল প্লানিংগ কতটা জরুরী?

An article on financial planning

Originally published in bn
Reactions 0
317
Moumita Bagchi
Moumita Bagchi 17 Nov, 2021 | 1 min read
#jar #jarapp #investingolds

আমরা আজ এমন একটি যুগে বাস করি যেখানে আমরা এটা মনে করি যে ছেলে কিম্বা মেয়ে উভয় সমান। সেদিন এখন আর নেই যখন কিনা ভাবা হত যে ছেলেরা মেয়েদের থেকে সব দিক থেকে এগিয়ে। আজ বরং সেই ধারণা টা পুরো উল্টে গিয়েছে। এখন মেয়েরা সমস্ত ক্ষেত্রেই ধাপে- ধাপে এগিয়ে গিয়ে কেবল ছেলেদের সমান্তরাল নিজেদের নিয়ে যেতে পেরেছে তাই নয় বরং অনেক ক্ষেত্রেই তারা ছেলেদের থেকে এগিয়ে ও গেছে। শুধু একটি বিষয় ছাড়া!-- জানেন ,, সেটা কি? হ্যাঁ, ঠিক ই ধরেছেন-- ফাইনান্শিয়াল প্লানিংগ এর ক্ষেত্রে তারা আজও পুরুষদের ওপর নির্ভরশিল।

তা কোনো ইন্ভেস্টমেন্টই হউক অথবা সেভিন্গ্স কিম্বা রিটায়রমেন্ট প্লানিংগ।


আচ্ছা বলুন তো ফাইনান্শিয়াল প্লানিংগ এ মেয়েদের কেন দক্ষ হওয়া উচিত? এটির প্রধানত দুটি কারণ -- একটি যে মেয়েরা সবে স্বনির্ভর হওয়া শুরু করেছে কিন্তু এখনও অধিকাংশ মেয়েরা আত্মনির্ভর হয়ে উঠতে পারেনি-- তাঁরা কেউ হয়ত গৃহবধু কিম্বা কেও পারিবারিক চাপে অর্থ উপার্জন করতে ব্যর্থ।


এঁদের কেউ আবার বাচ্চাদের দেখভাল করার জন্য কয়েক বছরের পুরোনো চাকরী ছেড়ে দিতে বাধ্য হয়েছে! আবার যারা হয়ত চাকুরী করেন কিন্তু তাঁদের অধিকাংশই মহিলা বলে পুরুষদের থেকে কম বেতন পান। এমত অবস্তায়ে মহিলাদের রিটায়রমেন্ট প্লান কি হবে?


বিশেষঞ্জ রা বলেন যে মহিলারা শতকরা 70% পুরুষদের থেকে বেশিদিন বাঁচেন। তাই মহিলাদের উচিত, তা তারা গৃহবধুই হন অথবা চাকুরিরতা-- এখন থেকেই কিছু সেভিন্গ্স তাঁদের ভবিষ্যতের জন্য শুরু করে দেওয়া। সেভিংগ্স তো মহিলা মাত্রই করতে সক্ষম।


তার সাথে- সাথে কিছু ইন্ভেস্টমেন্ট যেমন শেয়ার বা মিউচুয়েল ফান্ড্স কিম্বা কিছু বন্ড্স ইত্যাদি তে ও তাঁরা কিছু টাকা রাখতে পারেন।


এ সমন্ধে বিষদে জানতে তাঁরা পড়াশুনা করতে পারেন কিম্বা কোনো ফাইনান্স সম্বন্ধে কোর্স ও করতে পারেন। আজকাল ইন্টরনেটের দৌলতে যে কোনো ইনফরমেশন ই সহজ- সুলভ।


তাই, মা বোনেরা, আর দেরি না করে-- আজ থেকেই নিজেদের ভবিষ্তের কথা ভাবতে শুরু করে দাও। আজ ই জার এপ্প ডাউনলোড কর এবং ধাপে-ধাপে সোনা তে বিনিয়োগ করে নিজেদের ভবিষ্য়ত্ জীবন কে সুখময় করে তোলো!

#jar #savings #investingold

0 likes

Published By

Moumita Bagchi

moumitabagchi

Comments

Appreciate the author by telling what you feel about the post 💓

Please Login or Create a free account to comment.