এক অভূতপুর্ব রাখীবন্ধন

A different kind of Rakshabandhan festival

Originally published in bn
Reactions 1
692
Moumita Bagchi
Moumita Bagchi 08 Jul, 2020 | 1 min read
Rakshabandhan Rabindranath Tagore

প্রতিবৎসর শ্রাবণপুর্ণিমা তিথি তে রাখীপুর্ণিমার উৎসব পালিত হইয়া থাকে, এটা আমরা সকলেই জানি। কিন্তু আজ আমি একটি অনন্য ও অভূতপুর্ব রাখী- বন্ধনের গল্প বলব আপনাদের।

সালটা ছিল 1905 , তৎকালিন ব্রিটিশ সরকার, ভাইসরয় লর্ড কার্জন ঠিক করলেন যে বঙ্গ বিভাজন করবেন। পূর্ব বঙ্গ, যেটি ছিল মুসলীম বহুল প্রদেশ এবং তার সাথে ত্রিপুরা ও আসাম যোগ করে একটি নতুন রাজ্য পুর্ব বাংলার সৃষ্টি করা হবে এবং অন্যদিকে পশ্চিম বঙ্গ, উড়িষ্যা ও বিহার,যা ছিল হিন্দু সংখ্যা বহুল তা দিয়ে আর একটি নতূন রাজ্য পশ্চিমবঙ্গের সৃষ্টি করা হবে, এইরকম উদ্দেশ্য ছিল ব্রিটিশদের। এর কারণ হিসেবে অবশ্য দেখানো হল যে জনবহুল এই প্রদেশের ন্যায় - ব্যবস্থার উন্নতি করার জন্য এইরকম নির্ণয় নেওয়া হয়েছে, যা কিনা জনগনের স্বার্থ রক্ষার কথা মাথায় রেখেই ভাবা হয়েছে। বাংলার মানুষরা কিন্তু এর পিছনে ব্রিটিশদের divide and rule এর ফন্দি টি খুব ভাল ভাবে বুঝতে পেরে যায়। এবং এর বিরুদ্ধে সারাদেশ ব্যাপি এক আন্দোলন শুরু হয়ে যায়।

এমত সময় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু- মুসলিম একতা কায়ম করতে এক অভিনব রাখীবন্ধন এর প্রচার করেন। 1905 সালে যে সময় লর্ড কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত নিয়েছিলেন সেটি ছিল শ্রাবণমাস আর এই মাসেই রাখীপুর্ণিমার অনুষ্ঠান টি হয়ে থাকে। অতএব গুরুদেব উক্ত দিবসে ভোরবেলা উঠে প্রথমে গঙ্গাস্নান করলেন। তারপর এক বোঝা রাখী কাঁধে নিয়ে বেরিয়ে পড়লেন। পথিমধ্যে যাকে পেলেন তাদের সবাইএর হাতে তিনি একটি করে রাখী বেঁধে নিলেন। এবং তাঁরা উভয়ে উভয়ের সুরক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন। এইভাবে একে অপরকে রাখী পরাতে পরাতে ক্রমে এটি একটি আন্দোলনের আকারে পরিণত হল যা ক্রমে- ক্রমে হিন্দু- মুসলিম ঐক্য কে আরো সুদৃঢ় করে তূলল।

হিন্দু- মুসলিম দুই সমুদায়ের মানুষ ই এই বঙ্গ- ভঙ্গ আন্দোলনের এমন বিরোধ করলেন যে শেষ পর্যন্ত মরিয়া হয়ে ব্রিটিশ সরকার কে বঙ্গ বিভাজন তখনকার মত রদ্দ করতে হয়েছিল। সেটি যদিও পরবর্তিকালে অর্থাৎ 1911 সালে ঘটিত হয়েছিল কিন্তু সেটি ধর্মের আধারে না হইয়া ভাষার আধারে হইয়াছিল।




1 likes

Published By

Moumita Bagchi

moumitabagchi

Comments

Appreciate the author by telling what you feel about the post 💓

  • Babita Kushwaha · 3 years ago last edited 3 years ago

    Konsi language me likhte ho aap. Padna to chahte he par samjh nhi aati yaar

  • Babita Kushwaha · 3 years ago last edited 3 years ago

    Lekin like jarur kar deti hu😊😊😊

  • Moumita Bagchi · 3 years ago last edited 3 years ago

    Babita ji yeh Bangla hai-- mujhe request mila tha is language mein kuch likhun--- kitni achi hain aap 🥰❤🙏

Please Login or Create a free account to comment.